ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে চাল বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৫, ২০ এপ্রিল ২০২০

রাজবাড়ী সদর উপজেলার ২৯৮ জন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে জিআরএর চাউল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দুরত্ব নিশ্চিত করে প্রতিজনকে ২০ কেজি করে চাউল দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, জেলা ইমাম কমিটির সভাপতি আবুল এরশাদ মোঃ সিরাজুম্মনির, সাধারন সম্পাদক  মোফাজ্জেল হোসেন, উপজেলা কমিটির সভাপতি খন্দকার আব্দুল লতিফ, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন প্রমূখ।

জানাগেছে, পুরো জেলায় মোট ৬০০ জন ইমাম ও মোয়াজ্জিনকে এ চাউল দেওয়া হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি