ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পাহাড়ে কর্মহীনদেরকে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ 

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশিত : ২২:২১, ২০ এপ্রিল ২০২০

২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে খাগড়াছড়ির দূর্ঘম এলাকা মাটিরাঙ্গায় উপজেলায় করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় মানুষগুলো মাঝে ত্রান বিতরণ করেছে। সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন প্রত্যন্ত পাহাড়ী পল্লীর প্রতিটি ঘরে ঘরে দরিদ্র জনগোষ্ঠীর হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও স্যানিটারি সামগ্রী তুলে দেন সেনা সদস্যরা। 

এসময় সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানান তারা।ত্রান বিতরণ কালে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার জানান, এই দুর্যোগ মুহুর্তে আমরা নি¤œ আয়ের অসহায় মানুষের মাঝে ২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার চেষ্টা করছি, যাতে তাদের রাস্তায় বের হতে না হয়।

এসময় মেজর আরিফুর দৌলা, লেঃ সাদি’সহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি