ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে দুই-ট্রাকের সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৪, ২১ এপ্রিল ২০২০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হেলপারসহ আরও তিনজন। 

আজ মঙ্গলবার ভোররাতে টাঙ্গাইল সদর উপজেলার গোল্ল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক ঠাকুরগাঁও জেলার মো. হোসেন আলী (৩০)। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. সফিকুল ইসলাম জানান সাংবাদিকদের জানান, ‘ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭) ঠাকুরগাঁও যাওয়ার পথে ঘটনাস্থলে দাড়াঁনো একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১১-৫৫৯১) পিছন থেকে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক নিহত হয়।’ 

আর হেলপারসহ আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি