ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলা ইপিজেডে চাকুরিচ্যুতির ভয় দেখিয়ে কাজ করানোর অভিযোগ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৬, ২১ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

মোংলা ইপিজেডের একটি প্রতিষ্ঠানে শ্রমিকদের দিয়ে জোর করে কাজ করোনা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। কাজে যোগ না দিলে চাকুরিচ্যুত করা হবে বলেও জানান তারা। ফলে, অনেকটা বাধ্য হয়েই কাজ করতে হচ্ছে তাদের। 

কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে এসব শ্রমিকরা সামাজিক দূরত্বও মানছেন না। গাঁ ঘেষে চলাফেরা এবং যানবাহনে ঠাসাঠাসি করেই  ছুটছেন অফিসে।  

আজ মঙ্গলবার ভোরে মোংলার স্থায়ী বন্দরের বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায়,  ইপিজেডের ‘জীম লাইট বিডি বাংলাদেশ’ নামক ফ্যাক্টরি অভিমুখে দল বেঁধে ছুটছেন শ্রমিকরা। এ সময় সাংবাদিকদের ছবি তুলতে দেখে ছুটে আসেন তারা। শারীরিক দূরত্ব না না মেনে চললেও সেখানে আইন শৃঙ্খলাবাহিনীর কোন ভূমিকাও দেখা যায়নি। 

শ্রমিকরা বলেন, ‘আমাদের জোর করে কাজে নেয়া হচ্ছে। কাজে যোগদান না করলে চাকরি থেকে বাদ দেয়ার ভয় দেখিয়ে আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করাচ্ছেন ফ্যাক্টরি কর্তৃপক্ষ।’ 

তবে ফ্যাক্টরির ম্যানেজার নাজমুল ইসলাম শ্রমিকদের এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা শ্রমিকদের মনগড়া কথা। কাউকে বাধ্য করা হচ্ছেনা, যারা করছে স্বইচ্ছায় করছে।’ 

জানতে চাইলে মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার (জিএম) মাহমুদ আহমেদ সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকদের সাথে প্রতারণা করে জোর করে কাজ করালে ওই ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, করোনা বিধি নিষেধে ইপিজেডের ২৩টি ফ্যাক্টরি সম্পূর্ণ বন্ধ রয়েছে। নিয়ম না মেনে ‘জীম লাইট’ তাদের প্রতিষ্ঠান চালু রেখেছে। এতে করে শ্রমিকদের শঙ্কা ও ক্ষোভ বিরাজ করছে।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি