ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে আক্রান্ত বেড়ে ১২, আইসোলেশনে ৪  

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ২১ এপ্রিল ২০২০

টাঙ্গাইলে নাগরপুরে নতুন করে একজনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। একইসঙ্গে, উপসর্গ নিয়ে আইসোলশনে আছেন ৪ জন। তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৮ জনসহ ১২টি উপজেলায় মোট ১ হাজার ৮৪৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এরমধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৬৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

তবে আইসোলেশনে থাকা চারজনের অবস্থা অনেকটা ভাল বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন 

এদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানিয়েছেন, ‘গত একদিনে ১০২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এর মধ্যে নাগরপুরের একজনের করোনা শনাক্ত হয়। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে আনা হয় ৪ হাজার ১৩৭ জনকে। এদের মধ্যে মেয়াদ শেষ হওয়ায় ২ হাজার ২৯০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৪ জন।’

তিনি জানান, ‘জেলা থেকে এ পর্যন্ত সর্বমোট ৭৬১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে ১২ জনের শরীরে ভাইরাসটির সন্ধান পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে নাগরপুরে ৪, ভূঞাপুরে ৫, মির্জাপুরে ১, ঘাটাইলে ১ ও মধূপুরে একজন। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি