ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে ত্রাণের দাবিতে ইউএনও অফিস ঘেরাও

সরাইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০৪, ২১ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার সকালে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা। এসময় নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করা হয়। এসময় প্রায় দুই'শ  নারী ও পুরুষ বিক্ষোভে অংশ নেয়। 

বিক্ষোভকারী জাতীয় শ্রমিক লীগ সরাইল উপজেলা শাখার সভাপতি হাজী ইউনুছ মিয়া জানান, জননেত্রী শেখ হাসিনা জনগণের জন্য ত্রাণ পাঠাচ্ছে কিন্তু জনপ্রতিনিধিরা আমাদের ধারে কাছেও আসছে না। এ ত্রাণ যাচ্ছে কোথায়,আমরা জানতে চাই? ত্রাণ না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।  

এসময় উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা বিক্ষোভকারীদের বলেন, আপনারা যারা এসেছেন সকলের তালিকা করে নিচ্ছি, পূর্বের তালিকা মিলিয়ে দেখে যারা বাদ পড়েছেন তাদের সকলকে ত্রাণ দেওয়া হবে বলে জানান। প্রায় দুই ঘন্টা বিক্ষোভের পর ইউএনওর আশ্রাস ও পুলিশের সহযোগিতায় বিক্ষোভ শেষ হয়।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি