ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নওগাঁয় ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৪, ২১ এপ্রিল ২০২০

নওগাঁ সদর উপজেলার নওগাঁ-বদলগাছী সড়কের দারোগারভাটা নামক স্থানে ট্রাকের ধাক্কায় রকিব উদ্দিন (৩৬) নামে ভ্যান চালকের হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ঘটনাটি ঘটে। নিহত ভ্যান চালক শহরের রামভদ্রপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়সাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্যানচালক রকিব কীর্ত্তিপুর বাজার থেকে ভ্যান নিয়ে বাড়ি যাচ্ছিল।
 
এসময় নওগাঁ থেকে বদলগাছী গামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পথচারীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাটিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দাযের করা হয়েছে।

কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি