ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণের দাবিতে ইউএনও অফিস ঘেরাও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৭, ২১ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ত্রাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। উপজেলার কয়েকটি ইউনিয়নের অসংখ্যা নারী-পুরুষ এতে অংশ নেন। 

এ সময় তারা‘আর কত থাকব উপবাস, খাবার দে’স্লোগান দিয়ে বিক্ষোভ করেন ও অফিসের সামনে অবস্থান নেন। 

ভুক্তভোগীরা জানান, উপজেলার সৈয়দ টোলা, ব্যাপারী পাড়াসহ কয়েকটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা তাদেরকে সরকারি ত্রাণ দেয়ার কথা থাকলেও তারা তা পাননি। এমন অবস্থায় কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। বাধ্য হয়েই আজ মঙ্গলবার দুপুরে এই কর্মসূচী পালন করেন তারা। 

পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা বিক্ষুব্ধদের ত্রাণের আশ্বাস দিলে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. মুসা এবং জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি