ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর কবলে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৬, ২১ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

ঠকুরগাঁও জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সময় ভেঙ্গে পড়া গাছের ডাল চাপা পড়ে প্রফুল্ল রায় (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার কোঠাপাড়া (হাজরাপাড়া) গ্রামে। নিহত প্রফুল্ল রায় ওই গ্রামের মৃত অধীর রামের ছেলে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম এবং ইউপি সদস্য বেলাল জানান, সকালে প্রফুল্ল রায় বাড়ির পাশে তার কলাবাগান দেখতে যায়। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তার জমির একটি ইউক্যালিপ্টাস গাছের ডাল তার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়া ঝড়ে আরো অনেক গাছপালা ভেঙ্গে পড়েছে এবং আম ও লিচুর অসংখ্য বোল (মুকুল) ঝরে পড়ায় ফসলের ক্ষতি হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি