ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বেঁদে পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৩, ২১ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকা কর্মহীন, অসহায় ভাসমান ৬২টি বেঁদে পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া। 

তিনি মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার সুহিলপুর, বুধল ও সুলতানপুর ইউনিয়নের অসহায় ও ভাসমান ৬২টি বেঁদে পরিবারের ঘরে ঘরে গিয়ে নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।   

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন সরকার। তাই কর্মহীন মানুষের  ঘরে ঘরে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি