ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে আরও একজনের করোনা শনাক্ত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৬, ২২ এপ্রিল ২০২০

জয়পুরহাটের পাঁচবিবিতে নতুন করে আরও একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাসিন্দা। 

মঙ্গলবার রাত ৯ টায় করোনা শনাক্তের কথা নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: সেলিম মিঞা । এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪জনে।

জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো নমুনার মধ্যে আজ পাঁচবিবি উপজেলার আরো একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ব্যক্তির বয়স ৪৩ বছর। আক্রান্ত ব্যক্তিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশনে রাখা হবে বলে জানান তিনি। আক্রান্ত রোগীকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে কালাই উপজেলার জিন্দারপুর গ্রামে প্রথম দুইজন ও পাঁচবিবি উপজেলার ছোট মানিকগ্রামে একজন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট ৪ জন আক্রান্ত হলেন। আগের আক্রান্ত ৩জনকেও আইসোলেশনে রাখা হয়েছে।

উল্লেখ্য, আক্রান্তরা নারায়ণগঞ্জ থেকে জয়পুরহাট এসেছিল।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি