ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

উল্লাপাড়ায় করোনা রোগী শনাক্ত, উপজেলা লকডাউন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:১০, ২২ এপ্রিল ২০২০

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় হজরত আলী (২৫) নামে এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। তার বাড়ি পঞ্চক্রোশী ইউনিয়নের কাজিপাড়া গ্রামে। সম্প্রতি সে নারায়ণগঞ্জ থেকে এলাকায় এলে তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠনো হয়। 

মঙ্গলবার সন্ধ্যায় তার পরিক্ষার ফলাফল প্রতিবেদনে করোনা পজেটিভ আসে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ১৯ এপ্রিল হজরত আলীর নমুনা সংগ্রহ করে রাজশাহীতে প্রেরণ করা হয়েছিল। আজ মঙ্গলবার সন্ধায় নমুনা পরিক্ষার ফলাফলে পজেটিভ এসেছে। এই নিয়ে জেলায় দুইজন করোনায় আক্রান্ত হলেন।

এদিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান জানান, বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উল্লাপাড়া উপজেলার লকডাউন ঘোষণা করা হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি