ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মোংলায় জেলে-শ্রমজীবিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৫, ২২ এপ্রিল ২০২০

প্রত্যেককে ২৫ কেজি চালের বস্তা প্রদান

প্রত্যেককে ২৫ কেজি চালের বস্তা প্রদান

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পশুর রিভার ওয়াটারকিপার, বাপা বাগেরহাট জেলা কমিটি ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র পক্ষ থেকে মোংলার শতাধিক জেলে ও শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ খাদ্য সহায়তা দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব এইচএম দুলাল, পশুর রিভার ওয়াটারকিপার বাপা’র বাগেরহাট জেলা সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাংবাদিক নেতা মনিরুল হায়দার ইকবাল, আমীর হোসেন আমু, আবু হোসাইন সুমন, মোঃ আবুল হাসান, সোহাগ মোল্লা, বাপা নেতা নাজমুল হক, তানজীম হোসেন মুকুল, পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার আব্দুর রশিদ ও কমলা সরকার প্রমুখ। 

খাদ্য সহায়তা প্রদানকালে বক্তারা বলেন, করোনাকালে তথাকথিত সভ্যতার চাকা থমকে যাওয়ায় প্রকৃতি আজ নিজরূপে সেজেছে। প্রাণ-প্রকৃতিকে সুরক্ষা করেই সভ্যতার অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে এটাই হচ্ছে করোনাকালের শিক্ষা। এ সময় বক্তারা করোনার থাবা থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। 

উল্ল্যেখ্য, শতাধিক জেলে ও শ্রমজীবি পরিবারের প্রত্যেককে ২৫ কেজি চালের বস্তা প্রদান করে এ খাদ্য সহায়তা দেয়া হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি