ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ত্রাণ দিল সেনাবাহিনী 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৪, ২২ এপ্রিল ২০২০

করোনা সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে পাঁচ উপজেলার বিভিন্ন এলাকার সড়কে জীবনুনাশক স্প্রে ও সচেতনতামূলক প্রচারনাসহ তিন'শ কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  

বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাধিক বিগ্রেডের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল বখতিয়ার উদ্দীনের নির্দেশনায় ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন কাওসার সেনাসদস্যদের সাথে নিয়ে সদর উপজেলায় এবং অন্যান্য উপজেলায় অন্যান্য কর্মকর্তাগণ এ কর্মসূচি বাস্তবায়ন করেন।
 
এছাড়া করোনার দাপটে কর্মহীন সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি ও বেগুনবাড়ি এলাকার অসহায় তিন'শ পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাদ্য সহায়তার ফেরিওয়ালা নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

সংগঠনের পরিচালক জুয়েল ইসলাম জানান, তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রায় লক্ষ টাকা ব্যয় করে বুধবার দিনব্যাপী অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, সবজিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি