ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভালুকায় নৈশ প্রহরীকে বেঁধে ৪ দোকানে ডাকাতি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৮, ২২ এপ্রিল ২০২০

জার্মিদিয়ার কাদির সুপার মার্কেট

জার্মিদিয়ার কাদির সুপার মার্কেট

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ভালুকায় একটি সুপার মার্কেটে নৈশ প্রহরীকে বেঁধে বিকাশ ও মুদি দোকানসহ ৪টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। যাতে নগদ অর্থসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে ভালুকার জার্মিদিয়ায় কাদির সুপার মার্কেটে এ ডাকাতির ঘটনা ঘটে।

মার্কেটের প্রহরী ও দোকান মালিকরা জানায়, মঙ্গলবার মধ্যরাতে ভালুকা উপজেলার হবিরবাড়ীর জার্মিদিয়ার বাদশা টেক্সটাইলসের ২নং গেইটের পাশে কাদির সুপার মার্কেটে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নৈশ প্রহরী আব্দুর রসিদ ও নুরুল হককে হাত পা বেঁধে একটি ঘরে তালাবন্ধ করে আটকে রেখে মো: সুজন মিয়ার বিকাশ দোকান, সুমন মিয়া, আব্দুর রহমান এবং হাবিবুল্লাহর মুদি দোকানের তালা ভেঙ্গে দোকানে ঢুকে ক্যাশবাক্স ভেঙ্গে নগদ অর্থ, বিক্রয়ের মোবাইল সেটসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।

লুটপাট করে ডাকাতরা চলে যাওয়ার পর পাহারাদারদের ডাক-চিৎকারে এলাকাবাসী তাদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনারস্থল পরিদর্শন করেছে বলে স্থানীয়রা জানায়। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি