ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা থেকে বাঁচতে বিশেষ মেনাজাত ও খাদ্য সামগ্রী বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫১, ২২ এপ্রিল ২০২০ | আপডেট: ১৭:৫৩, ২২ এপ্রিল ২০২০

ভালুকায় বিশেষ মোনাজাত ও খাদ্যসামগ্রী বিতরণের চিত্র -ছবি একুশে টিভি।

ভালুকায় বিশেষ মোনাজাত ও খাদ্যসামগ্রী বিতরণের চিত্র -ছবি একুশে টিভি।

Ekushey Television Ltd.

করোনা থেকে মানুষকে হেফাজতের জন্য বিশেষ মোনাজাত ও কর্মহীন অসহায় ঘরবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ভালুকা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর উদ্যোগে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভান্ডাব ও ধীতপুর ইউনিয়নের দলিয়া গ্রামে ওই ত্রাণ বিতরণ ও বিশেষ মোনাজাত পরিচালিত হয়। পরে কর্মহীন ৫শ পরিবারের সদস্যদের মাঝে  চাল, ডাল, তৈল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

ওই সময় তরুণ জনপ্রতিনিধি ধনু তার বক্তব্যে বলেন, করোনা শুধু আমাদের দেশের জন্য যে ভয়াবহ হয়ে আসছে তা নয়। সারা বিশ্বে এর মহামারী ছড়িয়ে পড়েছে। সেই তুলনায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা, দূরদর্শিতার ফলে আমাদের দেশের অবস্থা অনেকটাই ভাল। আমরা আশা করছি উনার নেতৃত্বেই বাংলার মানুষ করোনার মতো মহামারীও জয় করবে।

সরকারি ত্রাণ অনাহারী মানুষের ন্যায্য পাওনা উল্লেখ্য করে তিনি বলেন, কেউ যদি সরকারের ত্রাণ নিয়ে ভালুকায় ছিনিমিনি খেলেন, কেউ রক্ষা পাবেনা। কাউকেই ছাড় দেয়া হবেনা। তাই বলছি,  সহি-ছালামতে যাদের হক তাদের কাছে পৌঁছে দিবেন।

পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে ভালুকা উপজেলার ১০৮টি ওয়ার্ডে ১১ হাজার কর্মহীন পরিবারের সদস্যদের প্রত্যেককে ১০ দিনের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন উল্লেখ করে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি