ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মিরসরাইয়ে ত্রাণ বিতরণ

মিরসরাই সংবাদদাতা

প্রকাশিত : ১৮:৩৫, ২২ এপ্রিল ২০২০

চট্টগ্রামের মিরসরাইয়ে ৬ হাজার দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিরসরাই পৌর এলাকায়  ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাংসদ পুত্র প্রযুক্তি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। 

রুহেল জানান, এর আগে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বুধবার উপজেলার সর্বমোট ৬ হাজার পরিবারকে ত্রাণ দেয়া হচ্ছে। এরপর আগামী ১৫ রমযানে ৬ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হবে। ঈদে আরও ৬ হাজার পরিবারকে এর আওতায় আনা হবে। 

এদিকে বুধবার বেলা ১২টা থেকে উপজেলার দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের মোট ৫৪ ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগের মাধ্যমে এসব ত্রাণ বিতরণ শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান সমু, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূ্ইঁয়া, বারইয়াহাট পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন ও মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন,‘এ দফায় মাননীয় এমপি মহোদয় তাঁর ব্যক্তিগত তরফ থেকে ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সমন্বয়ের দায়িত্ব দিয়েছি। তারা তালিকা প্রণয়ন করে আমাদের কাছে জমা দিয়েছেন। সে তালিকা অনুযায়ী দরিদ্র মানুষকে সহায়তা করা হচ্ছে।’
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি