সাতকানিয়া-লোহাগাড়ায় আ.লীগ নেতা আমিনের ইফতার বিতরণ
প্রকাশিত : ২০:৪৪, ২২ এপ্রিল ২০২০ | আপডেট: ২১:১৯, ২২ এপ্রিল ২০২০
আসন্ন রমজানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত উদ্যোগে সাতকানিয়া-লোহাগাড়ার ২৫০০ কর্মহীন হতদরিদ্রের পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রাম থেকে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে সাতকানিয়া-লোহাগাড়া দুই উপজেলার বিভিন্ন গ্রামের ২৫০০ হতদরিদ্রের পরিবারে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হবে। সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে দলীয় নেতাকর্মীদের জনসমাগম এড়িয়ে কোন ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই এসব ইফতার সামগ্রী স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে হতদরিদ্রের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে।
এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম আজিজ, আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজান, স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম উদ্দিন, সাতকানিয়া কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লুৎফর রহমান মাসুম।
আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে প্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে তালিকা সংগ্রহ করে সাতকানিয়া-লোহাগাড়ার কর্মহীন ২৫০০ হতদরিদ্রের পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। এটি আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। একই সঙ্গে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি। করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে সবাই ঘরে থাকুন,নিজে ভালো থাকুন,অন্যকে ভালো রাখুন।
কেআই/
আরও পড়ুন