ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে টিসিবির ১৮০ লিটার তেলসহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৬, ২৩ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে টিসিবির বিক্রিত ১৮০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২২ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া বাজার থেকে এসব তেল উদ্ধার করা হয়। 

চলমান করোনার প্রভাবে বাজার মূল্য ঠিক রাখতে স্বল্প মূল্যে টিসিবির বিক্রিত এসব তেল সংরক্ষণ করেছিলেন আটক হওয়া তিন ব্যবসায়ী।

আটককৃতরা হলেন, নাটুয়ারপাড়া ইউনিয়নের নুরুল ইসলাম (নুরু মহাজন) ও একই গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে নুরুল ইসলাম (৫৫) ও নিশ্চিন্তপুর ইউনিয়নের মৃত আজাহার শেখের ছেলে আবু হানিফ (৩০)। 

এ বিষয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মালি সাংবাদিকদের বলেন, ‘চলমান করোনা পরিস্থিতিতে জনগণকে সঠিক সেবা প্রদানে দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি