ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় নারীর মৃত্যু, ৫টি বাড়ি লকডাউন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৬, ২৩ এপ্রিল ২০২০

চুয়াডাঙ্গার জীবননগরে করোনার উপসর্গ (জ্বর, ঠান্ডা ও কাশি) নিয়ে সাবিনা খাতুন ছবি (৪৫) নামে এ নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উথলী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। 

বুধবার (২২ এপ্রিল) রাতে নিজ বাড়িতে মারা যান তিনি। এ ঘটনায় আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। তবে, ওই নারীর করোনায় মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে বুধবার দিনগত রাত দেড়টার দিকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। 

স্থানীয়রা জানায়, সাবিনা খাতুন চারদিন আগে বাবার বাড়ি যশোরে বেড়াতে যান। সেখান থেকে ফিরে এসে কয়েকদিন থেকে জ্বর, ঠান্ডা, কাশিসহ শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বুধবার সন্ধ্যা থেকে অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ের রাতেই মারা যান সাবিনা।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।’

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন জানান, ‘ডা. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে চারজনের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। মৃতের নমুনা সংগ্রহ করা হয়। আজ বৃহস্পতিবার তা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ল্যাবে পাঠানো হবে।’

এ ব্যাপারে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘করোনা সংক্রমণ সন্দেহে নিহতের বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সাথে নিহতের সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি