ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে পুলিশ সদস্যসহ দুইজনের করোনা শনাক্ত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৩, ২৩ এপ্রিল ২০২০

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন পুলিশ সদস্য এবং অপরজন সাধারণ নাগরিক। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক। 

সাংবাদিকদের তিনি জানান, ‘বুধবার রাত ১২টার দিকে এ তথ্য হাতে পেয়েছি। আক্রান্তদের নমুনা পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হলে বুধবার রাতে তা পজেটিভ হিসেবে ধরা পড়ে।’

আক্রান্তদের সংর্স্পশে আসা ব্যক্তিদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। তবে, এদের কেউই করোনা আক্রান্ত এলাকায় যাতায়াত করেননি বা প্রবাসীও নন বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি