ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মাগুরায় আরও একজনের করোনা শনাক্ত  

মাগুরা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:০০, ২৩ এপ্রিল ২০২০

মাগুরায় নতুন করে এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত দুইজনের শরীরে ভাইরাসটির সন্ধান মিলেছে। 

২৪ বছর বয়সী এ গার্মেন্টস শ্রমিকের বাড়ি শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের জোত শ্রীপুর গ্রামে। তিনি প্রথম আক্রান্ত ব্যক্তির সঙ্গে সম্প্রতি ঢাকা থেকে একই মাইক্রোবাসে বাড়িতে ফেরেন। বর্তমানে গ্রামটি লকডাউন করা হয়েছে। 

করোনার রিপোর্ট পজেটিভ আসলেও তাদের শরীরে এখন পর্যন্ত ভাইরাসটির কোনও লক্ষণ পাওয়া যায়নি। তারা সুস্থ আছেন বলে জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে। 

এদিকে, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাগুরায় হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয় ১ হাজার ১৩৬ জনকে। নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করায় ছাড়পত্র পেয়েছেন ৬৭৬ জন। তবে, আইসোলেশনে কেউ নেই। 

এখন পর্যন্ত জেলার মোট ১২৫ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পৌরসভায় ৬, সদরে ১৭, মোহাম্মদপুরে ২০, শালিখায় ৩৩ ও শ্রীপুরে ৪৯ জন। এর মধ্যে ৯৯ জনের প্রাপ্ত রিপোর্টে দুইজনের করোনা পজেটিভ এসেছে। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি