ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় বিপাকে নেত্রকোণার মৎস্যচাষিরা

নেত্রকোণা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪১, ২৩ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনা সংকটে সারাদেশ অনেকটা লকডাউন। এমন অবস্থায় বিপাকে পড়েছেন নেত্রকোণার মৎস্যচাষিরা। দীর্ঘদিন ফিসারী থাকায় অক্সিজেন সংকট মরে যাচ্ছে মাছ। এ কারণে ক্ষতির সম্মুখিন হচ্ছেন চাষিরা।

নেত্রকোণার বারহাট্টা উপজেলার রায়পুরের মৎস্যচাষির হুমায়ূন কবীরের ফিসারীতে আজ বৃহস্পতিবার ভোরে মরে যায় প্রায় দেড়শ মণ পাবদা মাছ।

তিনি জানান, ‘সকালে জাল দিয়ে ফিসারী থেকে মরা মাছ তুললেও যানবাহন না থাকায় বাজারজাতকরণ করতে পারছি না। এতে করে চরম সংকটে পড়েছি। ক্ষতি হয়েছে বিশ লাখ টাকা।’

সরকারের সহযোগীতা না পেলে এই ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব নয় বলে জেলার জানান অন্যান্য মৎস্যচাষিরা। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি