ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এমপি দিদারের উদ্যোগে ৭ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২৩ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম এমপির উদ্যোগে আসন্ন রমজানে ৭ হাজার পরিবার পাচ্ছেন ইফতার ও সেহেরি সামগ্রী।  

পারিবারিক সেবামূলক প্রতিষ্ঠান মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অসহায় ও কর্মহীন এসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে। এতে রয়েছে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু,  চিনি ও দুধ।

সাংসদ দিদারুল আলম বলেন, ‘করোনার প্রভাবে উপজেলার অনেক মানুষ দুঃখ কষ্টে দিনানিপাত করছে। এ সংকটকালে সাধারণ মানুষদের দুঃখ লাঘবের জন্য জনপ্রতিনিধিদের মাধ্যমে সাত হাজার পরিবারকে ইফতার ও সেহেরি সামগ্রী দেয়া হচ্ছে। সবাই এগিয়ে এলে এই দুঃসময়ে কেউ না খেয়ে থাকবে না।’

যখনই কেউ বিপদে পড়বেন বা কষ্টে থাকবেন তার সঙ্গে যোগাযোগ করলে তাদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। গত দুই সপ্তাহ ধরে এসব খাদ্য সহায়তা দেয়া হচ্ছে, যা অব্যহত থাকবে বলেও জানান তিনি। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি