ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাংশায় সাংবাদিকদের পিপিই দিলেন এমপি পুত্র 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৫, ২৩ এপ্রিল ২০২০ | আপডেট: ১৯:৪৪, ২৩ এপ্রিল ২০২০

পিপিই তুলে দিচ্ছেন এমপিপুত্র আশিক মাহমুদ মিতুল

পিপিই তুলে দিচ্ছেন এমপিপুত্র আশিক মাহমুদ মিতুল

Ekushey Television Ltd.

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পুত্র জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের মধ্যে পার্সোনাল পটেকশন ইকুইবমেন্ট ( পিপিই), মাক্স ও চশমা প্রদান করেছেন। ২২ এপ্রিল দুপুরে পাংশা জেলা পরিষদ ডাকবাংলোয় এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন। 

এসময় রাজবাড়ী  প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক খ. আব্দুল মতিন ,পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এএফ এম শফিউদ্দিন পাতা, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মজনু, পাংশা উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহিদুল ইসলাম মারুফ,   সহ রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি