ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হিলিতে অকারণে ঘরের বাহির হওয়ায় ১৪ জনকে জরিমানা 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৮, ২৩ এপ্রিল ২০২০

হিলিতে নির্দেশনা অমান্য করে অকারনে ঘরের বাহিরে বের হওয়ায় পথচারী ও মোটরসাইকেল চালকসহ ১৪জনকে ৭ হাজার ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার সকাল থেকে দপুর পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের নেতৃত্বে একটি টিম হিলি বাজারে অভিযান পরিচালনা করে নির্দেশনা না মানায় তাদের এই জরিমানা করেন। সেই সাথে কাঁচা বাজারসহ অন্যান্য দোকানগুলোতে সামাজিক দূরুত্ব বজায় রেখে সকলকে কেনা-কাটা করতে ও করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, সামাজিক দুরত্ব নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশ, আনসার ব্যাটালিয়নের সদস্যদের সমন্বয়ে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এসময় কোন কারণ ছাড়াই অযথা ঘোরাফেরা করায় ও সরকারী আদেশ অমান্য করায় মোটরসাইকেল চালক ও পথচারীসহ ১৪ জনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি