ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৩, ২৩ এপ্রিল ২০২০ | আপডেট: ২২:৫১, ২৩ এপ্রিল ২০২০

দৌলতদিয়া যৌনপল্লীর ভিতরের একটি চলার পথ- একুশে টেলিভিশন

দৌলতদিয়া যৌনপল্লীর ভিতরের একটি চলার পথ- একুশে টেলিভিশন

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর এক নারী যৌনকর্মী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে অসুস্থ অবস্থায় তাকে পল্লী থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনা হয়। এর পরপরই ৫৫ বছর বয়সী এ নারীর মৃত্যু হয়। 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ নারী সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার দেহের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআর এ পাঠানোর হয়েছে। 

উপজেলার এ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘রিপোর্ট না আসা পর্যন্ত তার সংস্পর্শে আসা লোকজনকে কোয়ারিন্টিনে থাকার জন্য বলা হয়েছে।’

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি