ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাগাতিপাড়ার যুবক ঢাকায় করোনায় আক্রান্ত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৮, ২৩ এপ্রিল ২০২০

নাটোরের বাগাতিপাড়ার এক যুবক ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকায় কর্মরত অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। বাগাতিপাড়া উপজেলার  ফাগুয়ারদিয়াড় ইউনিয়ন কামারপাড়ার গ্রামের ৩৫ বছরের ওই যুবক রাজধানী  ঢাকার একটি হাসপাতালে ক্যান্টিন বয় হিসেবে কর্মরত রয়েছেন। তিনি মোহাম্মাদপুরে বসবাস করেনী। সেখানেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, গত পরশু মঙ্গলবার করোনা সংক্রমণ সন্দেহে ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল পরীক্ষার পর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

এর আগে বৃহস্পতিবার দুপুরের পর আইইডিসিআরের ওয়েবসাইটে নাটোর জেলায় একজন আক্রান্তের বিষয়টি প্রকাশিত হয়। এতে সারা জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি সম্পর্কে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বার বার ফোন করে জানতে চেয়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি