ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

প্রবাসীর স্ত্রী-সন্তানদের হত্যা: শ্বশুরের মামলা

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০৭, ২৪ এপ্রিল ২০২০ | আপডেট: ১০:১৪, ২৪ এপ্রিল ২০২০

গাজীপুরের শ্রীপুরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তাদের তিন সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত গৃহবধূ ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা এই হত্যা মামলা দায়ের করেন।
 
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী সাংবাদিকদের জানান, ‘মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা, তাদের দুই মেয়ে নুরা , হাওয়ারিম এবং ছেলে ফাদিলকে গলাকেটে হত্যার ঘটনায় ওই গৃহবধূর শ্বশুর আবুল হোসেন বাদি হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেছেন। পুলিশ নির্মম এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে এবং অপরাধীদের ধরতে একাধিক টিম অভিযান চালাচ্ছে।’

জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূ ফাতেমার কয়েকজন প্রতিবেশীকে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের দোতলা বাড়ির দ্বিতীয় তলায় নিজ ঘরে স্বজনরা মই বেয়ে উঠে ঘরের মেঝেতে রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে শ্রীপুর থানা পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে। 

এ ঘটনায় ওই দিন রাতেই ঢাকা থেকে সিআইডির ফরেনসিক ও ক্রাইম সিনের ৭ সদস্যের একটি দল ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত জব্দ এবং মরদেহের সুরতাহাল করে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি