ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১, ২৪ এপ্রিল ২০২০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আয়ুবুর রহমান জানান, শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর উপরে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের ফায়ার ফাইটিং এর সদস্যরা দুর্ঘটনা কবলিত ট্রাকটি রেকার দিয়ে সরাতে ছিল। এই সময় পিছন থেকে অন্য এক ট্রাকচাপায় বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের ফায়ার ফাইটিং এর সদস্য কাদের মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।  

নিহত কাদের মিয়ার বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার গাবসারা গ্রামে। সে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের ফায়ার ফাইটিং এর কর্মী ছিল।

ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি