ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

যৌন কর্মীদের ত্রাণ সহায়তা দিল‘আলোকিত শিশু’

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৩, ২৪ এপ্রিল ২০২০

করোনা সংক্রমণ ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে মোংলা বন্দরের বানীশান্তা যৌনপল্লী। এতে করে সংকটে পল্লীর  শতাধিক পরিবার। এমন অবস্থায় তাদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত শিশু’।

আজ শুক্রবার সকালে শতাধিক যৌন কর্মীদের হাতে ত্রাণের চাল, আটা, ছোলা, চিনি, তেল ও স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। ঢাকা থেকে আসা এ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রোগ্রাম কোয়ার্ডিনেটর তাসনুভা আনান তাদের হাতে এসব সামগ্রী তুলে দেন। 

এসময় উপস্থিত ছিলেন, আলোকিত শিশুর ইনফরমেশন কর্মকর্তা হাফিজ উদ্দিন, জোন লিডার ইমদাদুল হক জাবির ও মোহাম্মদ তাহিদ। 

যৌন কর্মীদের সংগঠন নারী জাগরণী সংঘের সভানেত্রী রাজিয়া বলেন, ‘এখন পর্যন্ত সরকারি সহায়তায় প্রশাসন থেকে যা দেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল। এরই মধ্যে সরকারের দেওয়া ১০ কেজি চাল ও ৫০০ টাকা অনেকেরই শেষের পথে। এছাড়া অনেকের জমানো অর্থও শেষ হওয়ার পথে।’

এ অবস্থায় সরকারি সহয়াতার পাশাপাশি বেসরকারি সাহায্যের আবেদন জানান তিনি। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি