ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে চরাঞ্চলের ২ হাজার পরিবার পেল খাদ্য সহায়তা 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ২৪ এপ্রিল ২০২০

সিরাজগঞ্জের বিচ্ছিন্ন জনপদ চৌহালী উপজেলার চলাঞ্চলের ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ওয়াটা কেমিক্যাল লিমিটেড। 

আজ শুক্রবার সকালে বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে যমুনার চলাঞ্চল সদিয়াচাঁদপুর ও স্থল ইউনিয়নের এসব অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম এসব খাদ্য সামগ্রী তুলে দেন। 

খাদ্যসামগ্রীতে রয়েছে ৮ কেজি চাল, ১ কেজি করে চিনি, তেল ও ছোলা। এসময় উমরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম মাস্টারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের মাঝেও পিপিই বিতরণ করা হয়। ঈদের আগেও অসহায়দের খাদ্য সামগ্রী তুলে দেয়া হবে বলে জানান নজরুল ইসলাম। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি