ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ত্রাণ তহবিলে নগদ অর্থ দিলেন শার্শার মুক্তিযোদ্ধারা

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ১৬:৩৭, ২৪ এপ্রিল ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনায় যশোরের শার্শায় অসহায় কর্মহীন মানুষের কল্যাণে শার্শা উপজেলা পরিষদের ত্রাণ তহবিলে নগদ  ১ লাখ ১৩ হাজার ৫’শ টাকা প্রদান করলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। 

শুক্রবার সকালে শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু’র কাছে এ নগদ টাকা তুলে দেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। 
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর হোসেন, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন, ওদুদনবী, শাহ আলম হাওলাদার, বজলুর রহমান, শওকত আলী, আব্দুল কাদের, ইসলাম সরদার, নূর মোহাম্মদ, দীন মোহাম্মদ, ওয়াজেদ আলী লাল, মোহাম্মদ আলী প্রমুখ।

শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, জাতির এই ক্লান্তিলগ্নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল সম্মানীত মুক্তিযোদ্ধারা নিজেদের সামর্থ অনুযায়ী টাকা সঞ্চয় করে ১ লাখ ১৩ হাজার ৫’শ টাকা উপজেলা পরিষদের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। যা করোনায় গৃহবন্ধী অসহায় মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। এসময় তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা প্রকাশ করে এলাকার বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। 

আরকে//    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি