ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৬, ২৪ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকারি নির্দেশনা মোতাবেক ঘরে থাকা সেলুন কর্মী, নির্মাণ শ্রমিক ও জেলে পরিবারের দুই'শ কর্মহীনের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার সকালে স্থানীয় নিয়াজ মোহাস্মদ স্টেডিয়াম প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। 

খাদ্য সামগ্রী বিতরণ শেষে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন বলেন, জেলায় করোনাভাইরাসে কর্মহীন মানুষের মধ্যে এ পর্যন্ত ১হাজার মেট্টিক টনের অধিক চাল ও ৫০ লাখ বিতরণ করা হয়েছে। জেলার ৫টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলর ও ১০০টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রতিটি ওয়ার্ডে মেম্বারদের সহায়তায় সরকারি খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। খাদ্য বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।
কেআই/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি