ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় খাদ্য সামগ্রী বিতরণ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২১, ২৪ এপ্রিল ২০২০

কুমিল্লায় ১ হাজার দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহেরীর জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতা।

শুক্রবার জাগ্রত মানবিকতার পৃষ্ঠপোষক সাইফুল আলম রনির ব্যবস্থাপনা ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসীন বাহার সূচনার তদারকিতে ইফতার ও সেহেরীর জন্য খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

জাগ্রত মানবিকতার স্বেচ্ছাসেবীগণ সামাজিক দূরত্ব ও মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়ি বাড়ি এসব সামগ্রী পৌঁছে দেন।

তাহসীন বাহার সূচনা জানান, স্বেচ্ছাসেবীরা এলাকা ভিত্তিক তালিকা তৈরি করে ৮৭০ জনকে এবং ভ্রাম্যমান ১৩০ জনের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। যতদিন করোনার প্রকোপ থাকবে, ততদিন আমাদের এই কার্যক্রম অভ্যাহত থাকবে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি