ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাতকানিয়া-লোহাগাড়ায় তৃতীয় দফায় পৌঁছালো বিপ্লব বড়ুয়ার ত্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৭, ২৪ এপ্রিল ২০২০ | আপডেট: ২২:৪০, ২৪ এপ্রিল ২০২০

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার গরীব-অসহায় মানুষের কাছে তৃতীয় দফায় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। দেশে করোনাভাইরাস সংক্রমণ দেখা দেওয়ার পর দুই দফায় সহযোগিতার পর শুক্রবার আসন্ন রমজান সামনে রেখে তৃতীয়বারের মতো এ সহযোগিতা করা হয়। 

শুক্রবার সকালে সাতকানিয়ার কেরানীহাটে প্রথমে ত্রাণ বিতরণ করা হয়। পরে লোহাগাড়ার প্রতিটি ইউনিয়নে কয়েক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

ত্রাণ বিতরণ কার্যক্রমে এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতারা উপস্থিত ছিলেন। 

তৃতীয় দফায় ৩১০০ পরিবারকে সহযোগিতা করা হয়েছে জানিয়ে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দুর্যোগ কাটিয়ে ওঠা পর্যন্ত এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

আরকে/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি