ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ২৫ এপ্রিল ২০২০

নোয়াখালী’র মানচিত্র

নোয়াখালী’র মানচিত্র

নোয়াখালী সদরের বিনোদপুরে বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম অহিদ জিসান (১৬)। অপর দিকে জেলার সূর্বণচরের মোহাম্মদপুরে আরমান হোসন সাইফুল (১৫) নামের অপর এক কিশোর বজ্রপাকে গুরুতর আহত হয়। শুক্রবার বিকেলে কাল বৈশাখী ঝড়ের সময়ে ঘটনা দুইটি ঘটে। 

জানা যায়, নিহত জিসান সদর উপজেলার জামালপুর গ্রামের আবদুল ওহাবের ছেলে এবং স্থানীয় নলপুর জুনিয়র হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। আহত সাইফুল সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছানা উল্লার ছেলে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে ঝড় শুরু হলে জিসান গরু আনতে গিয়ে বজ্রাহত হলে ঘটনাস্থলে মারা যায়। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি