ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কর্মহীনদের খাদ্যসামগ্রী বিতরণে মাশরাফির উদ্যোগ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:০০, ২৫ এপ্রিল ২০২০ | আপডেট: ১০:০২, ২৫ এপ্রিল ২০২০

নড়াইলে কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে- একুশে টেলিভিশন

নড়াইলে কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে- একুশে টেলিভিশন

করোনায় স্থবিরতার মধ্যে কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। নড়াইলের সংসদ সদস্য (নড়াইল-২) মাশরাফি বিন মর্তুজার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মহীন এক হাজার কর্মচারীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে কর্মহীন কর্মচারীদের মাঝে চাল, ডাল, তেল, আলু ও সাবান বিতরণ করা হয়। 

মাশরাফির আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইনান্সিং প্রতিষ্ঠান ‘নগদ’র পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক, ব্যবসায়ী আইয়ুব খান বুলুসহ জেলা বণিক সমিতির নেতৃবৃন্দ।
 
এর আগে মাশরাফির পক্ষ থেকে তার নির্বাচনী এলাকায় আরও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এমএস/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি