ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাউফলে করোনায় আক্রান্ত আরও ১

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশিত : ১১:৫৪, ২৫ এপ্রিল ২০২০

পটুয়াখালী’র মানচিত্র

পটুয়াখালী’র মানচিত্র

পটুয়াখালীর বাউফলে আরও এক জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি উপজেলার কালিশুরী বন্দর এলাকার পঞ্চাশোর্ধ এক চায়ের দোকানি। তিনি বরিশালের একটি হাসপাতালে আইসোলিউশনে (সঙ্গ নিরোধ) আছেন। শুক্রবার তার করোনা পজেটিভের প্রতিবেদন পাওয়া যায়। এ নিয়ে উপজেলায় মোট ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা (পিকে সাহা) সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নারায়নগঞ্জ থেকে ফেরা করোনা পজেটিভ ৫ জনকে আইসোলিউশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা তিনজন পুলিশ সদস্যসহ ৬ জনকে  হোম হোমকোয়ারেইন্টিনে রাখা হয়।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি