ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা প্রতিরোধে গাজীপুরে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ২৫ এপ্রিল ২০২০ | আপডেট: ১৫:০৭, ২৫ এপ্রিল ২০২০

গাজীপুর’র মানচিত্র

গাজীপুর’র মানচিত্র

করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট গাজীপুরে মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি। নেই কোন সামাজিক নিরাপদ দূরত্ব। হাট, বাজার এবং অলিগলিতে সাধারণ মানুষের ভিড় লেগেই আছে। এছাড়া ত্রাণ বিতরণের ক্ষেত্রে  মানা যাচ্ছে না সামাজিক দূরত্ব। এক সঙ্গে গাদাগাদি করে ত্রাণ নিচ্ছেন অসহায় মানুষজন। এতে করে করোনা সংক্রমনের ঝুঁকি থেকেই যাচ্ছে।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার ১৬৪ জনের নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআরে পাঠানো হয়। সেখানে ৩জনের করোনা পজিটিভ এসেছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়েছেন ৩২৩জন। সর্বমোট পরীক্ষা হয়েছে ২ হাজার ৪ জনের। সবচেয়ে বেশি সদর উপজেলায়। সেখানো মোট করোনা রোগী ১১৩ জন।

আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য বিভাগের কর্মী ও পুলিশ সদস্যও উল্লেখ্যযোগ্য। কিন্তু ক্রমবর্ধমানভাবে আক্রান্ত বাড়লেও স্বাস্থ্য সচেতনতার বালাই নেই সাধারণ মানুষের। বিশেষ করে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির লোকজন মানছেন না কোন স্বাস্থ্যবিধি। সামাজিক নিরাপদ দূরত্ব না রেখে অযথা বাইরে ঘুরাঘুরি করছেন। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি