ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় করোনায় আক্রান্ত বেড়ে ৪৪

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ২৫ এপ্রিল ২০২০

কুমিল্লায় নতুন করে আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৪৪ জনের শরীরে ভাইরাসটির সন্ধান মিলেছে।

নতুন আক্রান্তরা লাকসাম উপজেলার। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন দুইজন। 

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১ হাজার ১৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৯৭২ জনের প্রাপ্ত রির্পোর্টে ৪৬ করোনা শনাক্ত হয়। 

জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, ‘জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ২৬৯ জনকে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। নির্দিষ্ট মেয়াদ (১৪ দিন) পূর্ণ করায় ছাড়পত্র দেয়া হয় ৪ হাজার ১৭ জনকে। ফলে, বর্তমানে ১ হাজার ২৫৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি