ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪

ঝিনাইদহে কৃষি সহায়তায় ছাত্রলীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২৫ এপ্রিল ২০২০ | আপডেট: ১৬:০৪, ২৫ এপ্রিল ২০২০

প্রান্তিক কৃষকদের বীজ সহায়তা দেওয়া হচ্ছে- একুশে টেলিভিশন

প্রান্তিক কৃষকদের বীজ সহায়তা দেওয়া হচ্ছে- একুশে টেলিভিশন

কৃষি জমি বা বাড়ির আঙ্গিনা অথবা ভবনের ছাদে সবজী উৎপাদন সহায়তায় বিনামূল্যে বীজ দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ। বোরো মৌসুমে উৎপাদিত ফসলের সুরক্ষা ও কৃষি বিষয়ক বিজ্ঞান সম্মত যেকোন তথ্য দেওয়ার কাজও চলছে। এমনইভাবে ঝিনাইদহের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক খন্দকার হাবীব আহসান কার্যক্রমটি পরিচালনা করছেন। কৃষি বিষয়ক তথ্য সহায়তায় রয়েছে কৃষিবিদ মেজবাহ্ আলদ্বীন অন্ত। দুটি হটলাইন নাম্বারে তথ্য সহায়তার সেবাটি দেওয়া হচ্ছে -০১৭৬৭১৯৫২৭৬, ০১৯৭১৪৮৫২৬৬।

শুক্রবার সকালে ঝিনাইদহ সদরের কাস্টসাগরা, মথুরাপুর, চরপাড়া, খাজুরাতে ৮৫ জন প্রান্তিক কৃষকদের মধ্যে লাউ, শসা, করলা, পুঁইশাক, কাটোয়া ডাটা, লাল শাক, সবুজ শাকের উন্নতমানের হাইব্রিড জাতের বীজ বিতরণ করেছেন কৃষিবিদ মেজবাহ্ আলদ্বীন অন্তু। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস এই কার্যক্রম খাদ্য সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে। কৃষিক্ষেতে ২-৫ কাঠা জমিতে এবং বাড়ির আঙ্গিনা ছাদে সবজী চাষ ২-৩ মাসের সবজী চাহিদা পূরণে সক্ষম।’

এক কৃষককে কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে- একুশে টেলিভিশন

ব্য খাদ্য ঘাটতি পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে বলে ছাত্রলীগ নেতারা জানান। ছাত্রলীগের যেকোন ইউনিটের কর্মীরা কার্যক্রমটি চালাতে চাইলে সর্বাত্মক সহযোগীতা করা হবে বলেও জানান খন্দকার হাবীব আহসান।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইতিমধ্যে ৫০ জন প্রান্তিক কৃষকের পাঁচ কাঠা জমিতে রোপনের সমপরিমাণ লালশাক, ভেন্ডি, ডাটাশাক, লাউ, করোলা বীজ সহায়তার মাধ্যমে কার্যক্রমটি চলছে। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি