ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ৪২ কেজি গাঁজাসহ ২ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ২৫ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় ৪২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প। আজ শনিবার সকালে আশুগঞ্জ গোলচত্বর থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার মো. আরিফ হোসেন (২৮) ও লালমনিরহাট জেলার মো. নূর আলম (২০)। এ সময় মাদক বহনকরা একটি পিকআপভ্যানও আটক করা হয়।

র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ী চক্র হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে পিকআপে করে গাঁজার একটি চালান গাজীপুরে নিয়ে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় তল্লালি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি