গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
প্রকাশিত : ১৬:০৩, ২৫ এপ্রিল ২০২০ | আপডেট: ১৬:২৬, ২৫ এপ্রিল ২০২০
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। তবে এতে বাধা দিয়েছে পুলিশ। করা হয়েছে লাঠিপেটা।
আজ শনিবার সকালে জৈনাবাজার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন স্থানীয় এটিএস অটো সোয়েটার কারখানার শ্রমিকরা। এসময় তারা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে শ্রমিকদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেয়।
শ্রমিকরা জানায়, ‘বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করে পালিয়ে গেছে কর্তৃপক্ষ। এতে করে বিপাকে পড়েছেন তারা।’
এআই/
আরও পড়ুন