ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে টিসিবির পণ্য নিতে উপচেপড়া ভিড়, বাড়ছে করোনাতঙ্ক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২০, ২৫ এপ্রিল ২০২০

রাজবাড়ীতে ন্যায্যমূলে টিসিবির পণ্য নিতে হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ মানুষ। মানা হচ্ছেনা সরকারের দেয়া সামাজিক দূরত্বের নির্দেশনা। এতে করে শঙ্কা বাড়ছে করোনা ছড়িয়ে পড়ার।

আজ শনিবার সকাল ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন স্থানে টিসিবির এ পণ্য বিক্রি হচ্ছিল। পণ্য নিতে আসা এসব ভোক্তা সাধারণের মাঝে নেই কোনো সচেতনতা। ঠাসাঠাসি করে চলছে পণ্য সংগ্রহের কাজ। 

এতে প্রতি কেজি তেল ৮০ টাকা, মশুর ডাল ৫০ টাকা, চিনি ৫০ টাকা, খেজুর ১০০ টাকা ও পেয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি