ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দোহারে করোনার আক্রান্ত একজনের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১০:৪৮, ২৬ এপ্রিল ২০২০

দোহার উপজেলার মানচিত্র

দোহার উপজেলার মানচিত্র

ঢাকার দোহারে করোনা শনাক্ত হওয়া ২ জনের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকার রিজেন্ট হাসপাতালে চিকৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। 

জানা যায়, মারা যাওয়া নারীর বাড়ি রংপুর জেলায়। তার বয়স আনুমানিক ৬০ বছর। সে ঢাকায় কাজ করত এবং তাঁর স্ত্রী দোহারের চমৎকার বিড়ি ফ্যাক্টারির শ্রমিক হিসেবে কাজ করত। স্ত্রী দোহারে থাকার কারনে সে সম্প্রতি ঢাকা থেকে দোহারে আসেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ঢাকা থেকে আসা ওই নারী সম্প্রতি বিভিন্ন রোগ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গত সোমবার তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে পরদিন মঙ্গলবার (২১ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হয়। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি মেইলে ওই নারীর করোনা পজেটিভ থাকার খবর আসে। দ্রুত তাকে আইইডিসিআর’র তত্ত্বাবধায়নে ঢাকার রিজেন্ট হাসপাতালে পাঠানো হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি