ভোগান্তির মধ্য দিয়ে গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা
প্রকাশিত : ১১:০৪, ২৬ এপ্রিল ২০২০
একটি পোশাক কারখানায় প্রবেশ করছেন শ্রমিকরা- একুশে টেলিভিশন
করোনা ভাইরাসের কারণে শিল্প প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বেশির ভাগ শ্রমিকই গাজীপুর ছেড়ে গ্রামের বাড়ি চলে যান। তবে আবারও কারখানা খোলার খবরে তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়ায় বিভিন্ন বাহনে করে দূর দূরান্ত থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রবেশ করছেন এসব পোশাক শ্রমিকরা।
পুলিশ জানায়, করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি থাকার পরও গত এক সপ্তাহ ধরে প্রায় অর্ধশতাধিক কারখানা চালু ছিল। নতুন করে আবার কিছু কারখানা খুলতে শুরু করেছে কর্তৃপক্ষ।
আগত শ্রমিকরা জানান, কারখানা খোলার খবরে গণপরিবহন না থাকার পরও বাধ্য হয়ে কারখানায় এসেছেন তারা।
এমএস/
আরও পড়ুন