ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সিংড়ায় ওএমএস’র চাল বিতরণ শুরু 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৮, ২৬ এপ্রিল ২০২০

চাল বিতরণ করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক- একুশে টেলিভিশন

চাল বিতরণ করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক- একুশে টেলিভিশন

নাটোরের সিংড়ায় ডিজিটাল কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ শুরু হয়েছে। আজ সকালে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা দুর্যোগে দেশের ১ কোটি ২৫ লাখ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রদত্ত খাদ্য সহায়তার স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত পর্যবেক্ষণে ডিজিটাল কার্ড চালু করেছে সরকার। কার্ডের কিউআর কোড রিডিংয়ের মাধ্যমে সুবিধা গ্রহীতার তথ্য পর্যবেক্ষণ করা হবে। আমরা খুব অল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট সফটওয়্যার তৈরী করেছি। সেন্ট্রাল ডেটাবেজ ও খাদ্য সুবিধাভোগীর মধ্যে সমন্বয় করবে ডিজিটাল কার্ড। একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত একজন সুবিধাভোগী ডিজিটাল কার্ডটি ব্যবহার করতে পারবেন।’
 
জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘৪৯২টি উপজেলা থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ডাটাবেজে খাদ্য সহায়তাভোগীদের তথ্য ইনপুট দেবেন। প্রকৃত যোগ্য ব্যক্তি সরকারের এই খাদ্য সহায়তা পাচ্ছেন কিনা, চাইলে তা প্রধানমন্ত্রী ডেটাবেজ থেকে পর্যবেক্ষণ করবেন।’
 
তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে নিয়ে বলেন, ‘বর্তমান সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে। ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মানসিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে। মহান আল্লাহর কাছে ভরসা রেখে ধৈর্য ধরে এই বিপদকে মোকাবিলা করতে হবে। বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবজনিত কারণে আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ, তারাবীর নামাজ ঘরে আদায় করুন। ইফতার মাহফিল ও গণজমায়েত থেকে দূরে থাকুন। সরকারের বিধি নিষেধ মেনে চলুন।’

এ সময় অন্যান্যের মধ্যে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি