ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রংপুরে ট্রাকচাপায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ২৬ এপ্রিল ২০২০

রংপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

আজ রোববার সকাল ৭টার পাগলাপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মর্জিনা বেগম (২৪) ও রিপন চন্দ্র (২৫)। তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় জানা যায়নি।  

রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘সকাল ৭টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ জেলা থেকে দুটি অটোরিকশায় করে কয়েকজন যাত্রী রংপুরের হাজিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় অটো রিকশা দুটি পাগলাপীর এলাকায় পৌঁছালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ট্রাকচালক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।’ 

গুরুতর আহত ১০ জনকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার কাজে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসও অংশ নিয়েছে বলেও জানান তিনি। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি