ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাওনা টাকা ও ডিশ ব্যবসা

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৫, ২৬ এপ্রিল ২০২০ | আপডেট: ১২:০৮, ২৬ এপ্রিল ২০২০

আহতদেরকে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে- একুশে টেলিভিশন

আহতদেরকে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে- একুশে টেলিভিশন

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার রাতে জেলার বিজয়নগর ও সরাইলে পাওনা টাকা ও ডিশের ব্যবসাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

জানা যায়, শনিবার বিকেলে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। গ্রামের মলাই ভূইয়া বংশের আকাশ পাওনা টাকার বিষয়ে শাহ বংশের সুমনের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

এ দিকে সরাইলের ধরন্তি এলাকায় ডিশের ব্যবসাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে ঝগড়া হয়। এতে তাদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৫ জন আহত হন। এদের মধ্যে ৩ জনকে গুরুতর আহতাবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ জানায়, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি